টোটোর ধাক্কায় গুরুতর যখম ১ শিশু, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের বামনগাছি স্টেশন রোডে শুক্রবার সন্ধ্যায় এক টোটোর ধাক্কায় গুরুতর জখম হয় আনুমানিক চার বছরের একটি শিশু, ঘটনা সূত্রে জানা যায় ছোট্ট শিশুটি মায়ের সাথেই স্টেশন রোডে চলাফেরা করছিল এমন সময় স্টেশনের দিক থেকে চৌমাথা গামি একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে শিশুটির গুরুতর জখম হয় ওই শিশু, নিয়ন্ত্রণ হারিয়ে টোটো টি ধাক্কা মার একটি দোকানের সামনে, ঘটনা সূত্রে আরও জানা যায় শিশুটি মায়ের হা