আমবাসা: দুই মাসের শিশু মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধলাই জেলা হাসপাতাল
Ambassa, Dhalai | Nov 28, 2025 বিগত চার দিন পূর্বে শারীরিক অসুস্থতার কারণে শিশুটি ভর্তি হয়ে এসে জেলা হাসপাতালে। আজ দুপুর বেলা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে, পরিবারের লোকেদের অভিযোগ ভুল ইনজেকশন এর কারণে মৃত্যু ঘটেছে শিশুর, চিকিৎসকের দাবি শিশুটির আগের থেকেই অবস্থা ভালো ছিল না।