মাদারিহাট বীরপাড়া ব্লকে মেরিকো টি কোম্পানির পরিচালনার থাকা সাতটি চা বাগানের মধ্যে ছয়টি চা বাগানে মাসের পর মাস শ্রমিকরা মজুরি এবং কর্মচারীরা বেতন পাননি। শেষপর্যন্ত ধুমচিপাড়া চা বাগানে সবকটি চা বাগানের শ্রমিকরা সমবেত হয়ে বুধবার থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবারও ওই কর্মসূচি চলে। ওই কোম্পানির বাগানগুলিতে বৃহস্পতিবার কাজ হয়নি। চা শ্রমিকরা বলছেন, তাঁরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে কাজ করেছেন। অথচ তাদের টাকা দিচ্ছে না মালিকপক্ষ। থানা ঘেরাও করেও লাভ হ