নন্দীগ্রাম ১: হাজরাকাটায় আজ১০ই নভেম্বর শহীদ স্মরণ সভার প্রস্তুতি সভা করলো তৃণমূল,উপস্থিত BUPC সভাপতি সেক সুফিয়ান
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৎকালীন বামফ্রন্ট সরকার ক্যামিক্যাল হাবের জন্যে নন্দীগ্রামের বেশ কয়েকটি মৌজায় জমি অধিগ্রহনের বিরুদ্ধে প্রতিবাদএবং BUPC নামে একটি সংগঠন গড়ে আন্দোলন সংগঠিত করে। সেই আন্দোলনে ১০নভেম্বর সেক রেজাউল করিম এবং শ্যামলী মান্না নিহত হয়। তাদের স্মরণে সকালে গোকুলনগরে এবং বিকালে হাজরাকাটায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আজ সেই সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। এই সভায় তৃণমূলকংগ্রেসের সাধারণসম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৮তম জন্মদিন ও পালন কর