নন্দীগ্রাম ১: রাজ্যে কর্মসংস্থান না থাকায় যুবকরা ভিন রাজ্যে কাজে যাচ্ছে আজ কালীচরণপুরে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার কালীচরণপুরের বছর ২৫ প্রণব দিন্দা এবং বছর ২৯শের চন্দন দাস গুজরাটের গ্যাস লাইন রিপিয়ারিংয়ের কাজ করত। কর্মরত অবস্থায় সিলিন্ডার ব্লাস্ট করে তাদের দুজনের মৃত্যু হয়।দুজনেই পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল। আজ গুজরাটে মৃত কালীচরণপুরের দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে সমবেদনা জানাতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরিবারের কাছে সমবেদনা জানানোর পাশাপাশি কিছু আর্থিক সাহায্য করেন। রাজ্যে কর্মসংস্থান না থাকায় পেটের টানে যুবক রা অন্য রাজ্যে পরিয