কৃষ্ণনগর ২: ধুবুলিয়া তিতলি পত্রিকার ৩৩ তম বর্ষ ও ৪৬ তম সংখ্যা উদ্বোধন
ধুবুলিয়া থানার অন্তর্গত ধুবুলিয়া তিতলি পত্রিকার ৩৩ তম বর্ষ ও ৪৬ তম সংখ্যা উদ্বোধন করা হলো।এই অনুষ্ঠানে তপন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার দেওয়া হল বিশিষ্ট গীতিকার গোবিন্দ পরামানিককে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক লেখক এর পাশাপাশি আরো অন্যান্যরা।