রাজ্য জুড়ে চলছে এসআইআর নিয়ে হয়রানি। SIR-এর নামে সাধারণ মানুষ কে নোটিশ করে হয়রানি করা হচ্ছে, এর প্রতিবাদে কালীগঞ্জের দেবগ্রামে BDO অফিসে ডেপুটেশন সিপিআইএমের। এসারের নামে হয়রানি বন্ধ করতে বৃহস্পতিবার বিডিও অফিসে গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন বাম কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন সিপিআইএমের কালীগঞ্জের আহ্বায়ক দেবাশীষ আচার্য, পলাশী এরিয়া কমিটির সম্পাদক অজয় সরকার, দেবগ্রাম এরিয়া কমিটির সম্পাদক হাফিজুল কাদের, বাম যুবনেতা মুস্তাকিম শেখ।