পুঞ্চা: কেন্দা থানার ওসি পরিবর্তন,আসছেন ওসি বাপন মন্ডল
Puncha, Purulia | Nov 27, 2025 পরিবর্তন হয়ে গেলেন কেন্দা থানার ওসি শুভজিৎ নন্দী। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুরুলিয়া জেলা পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়, সেই বিজ্ঞপ্তিতে দেখা যায় বর্তমানে শুভজিৎ নন্দী আইসি সুইসার দায়িত্বে যাচ্ছেন। সেখানে কেন্দা থানার ওসি হিসাবে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বর্তমান বোরো থানার ওসি বাপন মন্ডল।