কোচবিহার ২: দীর্ঘক্ষণ ধরে পড়ে রয়েছে রেল গেটের ফটক, ব্যাপক যানজট ডোডেয়ারহাট এলাকায়, ভোগান্তির শিকার সাধারণ মানুষ
দীর্ঘক্ষণ ধরে পড়ে রয়েছে রেল গেটের ফটক, ব্যাপক যানজট ডোডেয়ারহাট এলাকায়,ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এদিন দুপুরে কোচবিহার ডোডেয়ার হাট এলাকায় পরে থাকা রেলগেটের ফটকে হঠাৎ করেই একটি অটো রিক্সা ধাক্কা মারলে ফটকটি ভেঙে যায়। যার ফলে ওই এলাকায় ব্যাপক যানজটে সৃষ্টি হয়। ভোগান্তির শিকার হয় ওই পথ দিয়ে চলাচলকারী জনগণ। প্রায় এক ঘণ্টার পড়ে থাকে ওই ফটকটি । পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ সহ অন্যান্যরা। এবং ফটকটি খুলে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।