হলদিয়া: পরিবার কে নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে সিঙ্গুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হলদিয়া শ্রমিক নেতা
পরিবার কে নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে সিঙ্গুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হলদিয়ার তৃণমূলের শ্রমিক নেতার। মৃতের নাম সুদীপ্ত ভক্তা(৫০)। তাঁর বাড়ি হলদিয়ার বাসুদেবপুর গ্রামে। বর্তমানে তিনি তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি কোর কমিটির সদস্য ছিলেন। শনিবার ভোর দুর্ঘটনায় মৃত্যু হয়। শনিবার রাত আটটার সময় দেহ এসে পৌঁছালো বাড়িতে। সম্বর্ধনা দিতে উপস্থিত HDA ভাইস চেয়ারমেন সহ অন্যান্যরা।