রঘুনাথপুর ২: মন্ডপডাঙ্গা এলাকায় মদের দোকান বন্ধ করার দাবিতে এলাকার মহিলাদের বিক্ষোভ,দোকান ভাঙচুর, উত্তেজনা
পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের অন্তর্গত মন্ডপডাঙ্গা গ্রামের অদূরে একটি মদের দোকান বন্ধ করার দাবিতে বুধবার দুপুরে এলাকার মহিলারা ঐ মদের দোকানে গিয়ে বিক্ষোভ দেখিয়ে ভাঙচুর চালিয়ে দোকানের সামনে আগুন ধরিয়ে দেয়। এলাকার মহিলাদের দাবি এই এলাকায় মদের দোকান হলে পরিবেশ নষ্ট হবে।যদিও এলাকার বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করেছেন ঐ মদের দোকানের মালিক।ঐ মদের দোকানের মালিক বলেছেন কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে মহিলাদের ভুল বুঝিয়ে তাদের দোকানে ভাঙচুর করানো হয়েছে।