ডেবরা: টাবাগেড়িয়াতে কাঁসাই নদীর ভেতরে অস্থায়ী রাস্তা তৈরীর কাজ শুরু করলো ডেবরা ব্লক প্রশাসন
ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীর জল অনেকটাই কমে গিয়েছে।তাই প্রতি বছরের ন্যায় এ বছরও ডেবরা ব্লক প্রশাসনের উদ্যোগে কাঁসাই নদীর ভেতরে অস্থায়ী রাস্তা তৈরীর কাজ শুরু করলো ডেবরা ব্লক প্রশাসন।কয়েকদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হলে সমস্ত যান বাহন যাতায়াত করতে পারবে।মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।