কালচিনি ব্লকের মেদাবাড়ি এলাকায় কৃষি দপ্তরের তরফে পালিত হল বিশ্ব মৃত্তিকা দিবস। উক্ত এই কর্মসূচিতে এদিন কৃষকদের নানান বিষয়ে সচেতন করা হয়। এরমধ্যে কৃষকেরা যাতে বেশি পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে, এ নিয়ে কৃষকদের সচেতন করা হয়। উক্ত এই কর্মসূচিতে ব্লক কৃষি সহ অধিকর্তা প্রবোধ মন্ডল, মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দ্রা নার্জিনারী সহ ব্লকের একাধিক কৃষক উপস্থিত ছিলেন বলে শনিবার রাত আটটা নাগাদ জানা যায়।