Basirhat 1, North Twenty Four Parganas | Sep 5, 2025
মিনাখা থানার *নিমিচি* এলাকার ঘটনা।খাবারের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার *ইসমাইল গাজী* নামে ব্যক্তি । পুলিশ সূত্রে জানা গেছে গতকাল খাবারের লোভ দেখিয়ে ওই চতুর্থ শ্রেণীর নাবালিকাকে রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে যায় ইসমাইল গাজী (৫৪)নামে এক প্রতিবেশী। নাবালিকার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশী ও মা-বাবা। ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত ইসমাইল গাজী।এরপর ওই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষা করানোর পর মিনাখা থানায় ধর্ষণের অভিযোগ