আজ ২৪ শে আগস্ট রবিবার বিকেল পাঁচটা নাগাদ, মুরারইয়ের আইসিডিএস প্রজেক্ট অফিসে মুরারই একের সিডিপিও অঙ্কুশ দেবনাথকে বিদায়ী সংবর্ধনা জানালেন মুরারই এলাকার আইসিডিএস কর্মীরা। জানা গিয়েছে, সিডিপিও অঙ্কুশ দেবনাথ মুরারই থেকে বদলি হয়ে অন্যত্রে চলে যাচ্ছেন। সেই উপলক্ষে এদিন তাকে বিদায়ী সংবর্ধনা জানান এলাকার আইসিডিএস কর্মীরা।