শিলচর আশ্রম রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।বুধবার রাতে জানা গেছে,আশ্রম রোডে একটি ই-রিক্সা ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে ই-রিকশায় থাকা দুই শিশু যাত্রী গুরুতরভাবে আহত হয়।আহত হন ইরিক্সার চালক।দ্রুতগতির একটি স্কুটি বিপরীত দিক থেকে এসে যাত্রীবাহী ই-রিক্সাটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে রাস্তায় উল্টে যায় ই-রিক্সা।