২৮ তম বর্ষীয় কুলাই এলাকার সোনালী স্মৃতি ফুটবলের চুড়ান্ত পর্বের খেলায় কুলাই দ্বাদশ মাঠে একে অপরের বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হন টিম ওয়ারিয়র এবং কর্নমুনি ভিলেজ। খেলার নির্দিষ্ট সময়ের দুই অর্ধে দুটি দল একটি করে গোল করে সমতা রাখেন। আলোর অভাবে সময় বৃদ্ধি না করে সরাসরি ট্রাইবেকারে খেলার নিষ্পত্তি করা হয়। যেখানে ৪-৩ গোলে টিম ওয়ারিয়র চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে। পুরস্কার হিসাবে টিম ওয়ারিয়র ১ লক্ষ ৩০ হাজার এবং রানার্স আপ হিসাবে কর্নমুনি একাদশ ৭০ হাজার টাকা