সদ্যজাত শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বস্তা বন্দী অবস্থায় সদ্যজাত শিশু উদ্ধার করা হয়। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে সদ্যজাত শিশুটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়।