গণ্ডাছড়া পুলিশের বিরুদ্ধে হয়রানি ও অবৈধ পাচার চক্রের মদতের অভিযোগ দীর্ঘদিন ধরে গণ্ডাছড়া থানার পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। বাইক ও অটো চেকিংয়ের নামে নিরীহ মানুষকে হেনস্তা করা হলেও, মাদক এবং অন্যান্য সামগ্রীর অবৈধ পাচার চক্রের বিরুদ্ধে পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে দাবি স্থানীয়দের।