Bhangar 1, South Twenty Four Parganas | Sep 9, 2025
ভাঙ্গড়ের তাড়দহে অঞ্চলে চলতে থাকা লাগাতার কৃষক আন্দোলনের পর এবার জমি ফিরে পেতে জেলা শাসকের দ্বারস্থ হলেন ভাঙ্গড়ের কৃষকেরা। মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ জেলাশাসক সুমিত গুপ্তর সঙ্গে কৃষকরা সাক্ষাতের পর লিখিত অভি যোগ তথা ডেপুটেশন জমা দেন। বাম আমলে পাট্টা পাওয়া কৃষকদের জমি জোরপূর্বক ঘিরে নেওয়ার অভিযোগ ওঠে ব্যবসায়ীর বিরুদ্ধে। কৃষকরা প্রতিবাদে নামলে স্থানীয় তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী সহ প্রভাবশালীদের রোষের মুখে পড়তে হয় তাদের বলে অভিযোগ করছেন তারা।কলকাতা