আজ বিকেলে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তৈচাকমা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। জানা গেছে, একটি গ্যাস সিলিন্ডার থেকে দোকানে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেহেতু গ্যাস সিলিন্ডার থেকে দোকানে আগুন লেগেছিল, তাই ভয়ে কেউ আগুন নেভানোর জন্য এগিয়ে আসেননি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।