পরিবারের পাশে থাকার আশ্বাস বিধায়কের।শনিবার বিকাল সাড়ে পাঁচটার সময় কাশীপুর বিধানসভার মন্ডল 3 এর অন্তর্গত মনিহারা অঞ্চলের প্রাক্তন অঞ্চল প্রমুখ এলাকার বিজেপি নেতা সুনীল মাহাতর বাড়িতে সমবেদনা জানাতে গেলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা। জানা যায় বিজেপি নেতা সুনীল মাহাতর স্ত্রী গতকাল মারা যান।বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন দীর্ঘদিনের সঙ্গী এলাকার বিজেপি নেতা সুনীল মাহাতর স্ত্রী অকালে চলে যাওয়াই পরিবারের পাশে থাকার এবং সমস্ত রকম সহযোগিতা করার জন্য পরি