দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া একাধিক নদীর ঘাট গুলিতে এই ভাদ্র মাসে শুরু হয়েছে কলার মান্দার ভাসানো। চিরাচরিত মনসামঙ্গল কাব্যকে সামনে রেখে পূজা অর্চনা জাগ যজ্ঞ সহযোগে কলার মান্দার ভাষাতে আবাল বৃদ্ধ বনিতা সবাই জড় হয়েছে গঙ্গা সংলগ্ন নদী ঘাট গুলিতে।