ঘটনা দুটির একটি নাকাশিপাড়া ড্যাঙা পাড়ার এক গৃহবধু তার স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করছন 2017 সালে। অপরঐ একটি ঘটনা ধুবিনাগাদির এক ব্যক্তি দেবগ্রাম আরপিতে তার নামে অভিযোগ হয়েছিল ২০২৫ সালে একটি চুরির অভিযোগ করাওই ব্যক্তিও আদালতে হাজিরা না দেওয়াই তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় । এই দুই ব্যক্তিকেই আজ নাগাদী ও বেথুয়াডহরি থেকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো ।