ICDS সেন্টারে নিম্নমানের খাবার অভিযোগে উত্তাল কাশীপুরে।ICDS সেন্টারের দুই দিন ধরে রান্না করা খাবার প্রত্যাখ্যান করলেন গ্রামবাসীরা।কাশীপুর ব্লকের রাঙামাটি রঞ্জনডি গ্রাম পঞ্চায়েতের ভুড়কুড়া গ্রামের ICDS সেন্টারে দীর্ঘদিন ধরে নিম্ন মানের খাবার দেওয়া হয়।স্থানীয় পঞ্চায়েতকে বারাংবার বলা সত্ত্বেও কাজ হয়নি, অভিযোগ গ্রামবাসীদের।দাবি ICDS কর্মীকে অন্য জায়গায় ট্রানস্ফার না করলে সেন্টারে যাবো না এবং রান্না করা খাবার নেওয়া হবে না।মঙ্গলবার ও বুধবার দুই দিনের সেন্টারের রা