Bhangar 1, South Twenty Four Parganas | Sep 6, 2025
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভাঙ্গড়ের বাসন্তী হাইওয়েতে নলমুড়ি ডিসি অফিসের কাছেই স্করপিও ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ইঞ্জিনভ্যান চালকের, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মৃত ব্যক্তির নাম তোয়েব আলি মোল্লা বাড়ি চন্দোনেশ্বর থানার অন্তর্গত ঘোজের মাঠে, বয়স ৩০ এর মধ্যে বলে জানা গেছে।মৃত দেহ উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয় প্রশাসন, স্করপিও গাড়িটিকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি ও স্করপিও গাড়িটি স্থ