Kultali, South Twenty Four Parganas | Sep 11, 2025
কুলতলির মৈপিঠ কোষ্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের করুণাময়ী বালিকা বিদ্যালয়। যেখানে ২৪৩ জন ছাত্রীরা পড়াশোনা করে। আর ৯৬ ছাত্রী উপস্থিত থাকলেও একজন পার্শ্ব শিক্ষিকা ছাড়া আর স্কুলের কোন শিক্ষক না আসায় বিপাকে পড়েছেন ছাত্র-ছাত্রী থেকে অভিবাবকরা। এ বিষয় নিয়ে কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন।