সবুজ সাথীর সাইকেল বিতরণ হুড়ায়।বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় হুড়া ব্লক অফিস থেকে ৮ টি স্কুলের প্রায় পাঁচশো ছাত্রছাত্রীর হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেন হুড়া বিডিও আরিকুল ইসলাম ও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাত। এইদিন সবুজ সাথীর সাইকেল পেয়ে ভীষণ খুশি স্কুলের ছেলেমেয়েরা।হুড়া বিডিও আরিকুল ইসলাম বলেন হুড়া ব্লকের বিদ্যালয় গুলির ছেলেমেয়েদের সবুজ সাথী প্রকল্প থেকে সাইকেল দেওয়া আজ থেকে শুরু হলে।