Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 22, 2025
কেলভিন জুট মিলের শ্রমিক কোয়ার্টারে এক শ্রমিককে শ্রমিক কোয়ার্টারে আটকে রাখার অভিযোগ ওঠে জুটমিল কর্তৃপক্ষের বিরুদ্ধে সেই বিষয় নিয়ে খোঁজখবর নিতে এবং আইনি কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়ে কথা বলতে টিটাগড় থানায় শুক্রবার দুপুরে উপস্থিত হন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী তার সাথে ছিলেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ,টিটাগড় শহর INTTUC সভাপতি তথা পৌর পিতা বিষ্ণু সিং ও ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ।