Kultali, South Twenty Four Parganas | Sep 12, 2025
জয়নগর কুলতলী গ্রামীন হাসপাতালে বেহাল স্বাস্থ্য পরিষেবা। সেখানকার যাত্রী প্রতীক্ষালয় টি বসার অযোগ্য ছাগল ও বিড়ালের উপদ্রব্য লেগেই আছে। ওয়ার্ডের মধ্যে বিড়ালে উপদ্রব্য। এ বিষয় নিয়ে জামতলা থেকে সিপিআইএম কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডলের বিস্ফোরণ মন্তব্য শুনুন।