Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 2, 2025
ইতিমধ্যেই শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শারদোৎসবেকে স্বাগত জানাতে দিকে চলছে দূর্গা পূজোর প্রস্তুতি। টিটাগড় বৌবাজার দুর্গা পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হল খুঁটি পুজো টিটাগড় বৌ বাজারে। এবার টিটাগড় বৌবাজার দুর্গা পূজো কমিটির পুজো কমিটির পুজো ৮২ বছরে পদার্পণ করল। টিটাগড়ের অন্যতম প্রাচীন এই দুর্গা পুজোর এবারের ভাবনা "বাটার ফ্রাই পার্ক"। ভাবনায় রুপদান করছেন শিল্পী কুন্দন চৌধুরী। এইদিন রিতি রেওয়াজ মেনে পুজার্চনার মধ্যে দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হল সাড়