Bongaon, North Twenty Four Parganas | Aug 28, 2025
জল মগ্ন এলাকা পরিদর্শন জেলা শাসকের, চাল ডাল চাইনা ইছামতী সংস্কার চাই দাবি গ্রামবাসী আজ বনগাঁ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক । জলমগ্ন মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন তিনি। এদিন জেলা শাসকের সঙ্গে ছিলেন মহকুমা শাসক ও বনগাঁ পৌরসভার পৌরপ্রধান সহ পৌরসভার কাউন্সিলারেরা।