নদিয়া জেলার বিভিন্ন স্কুল থেকে আগত আড়াইশো জন প্রতিযোগিদের্যনিয়ে অনুষ্ঠিত হল নদীয়া জেলা স্কুল দাবা প্রতিযোগীতা ২০২৫, আন্ডার 12, আন্ডার14, আন্ডার 17, আন্ডার 19 এর প্রতিযোগিরা অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান বেথুয়াডহরী জে.সি.এম হাই স্কুল, দ্বিতীয় নবদ্বীপ হিন্দু স্কুল,তৃতীয় হিজুলী হাই স্কুল (রানাঘাট)। বিজয়ীদের প্রত্যেককে মেডেল ও কাপ দিয়ে পুরষ্কৃত করা হয়। জানালেন বেথুয়াডহরী জেসিএম উচ্চ বিদ্যালয়ের টি আই সি সুকান্ত কুমার দত্ত।