Swarupnagar, North Twenty Four Parganas | Sep 12, 2025
স্বরূপনগর থানা এলাকার এক নাবালিকাকে অপহরণ করে আত্মগোপন করে অভিযুক্ত |তাদের কোন সন্ধান না পাওয়ায় নাবালিকার পরিবার স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করে |অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ, অভিযুক্তকে না পেয়ে অভিযুক্তর সন্ধানে শেষ পর্যন্ত বাবা ইসারুল ও অভিযুক্তর মা জাহানারা কে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ আজ দুপুর একটা নাগাদ | পুলিশ সূত্রে জানা যায় তাদের বাড়ি বাদুড়িয়া থানার সলুয়া এলাকায় |