১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুলাই কংগ্রেস ভবনের সন্মুখে আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে সংঘটিত হয় তিন ঘন্টার গণ অবস্থান। বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত চলে গণবস্থান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাগ, আমবাসা ব্লক কংগ্রেস সভাপতি রূপক ধর পুর কায়স্ত, পিসিসি সদস্য মানিক দেব সহ অন্যান্য। এই কর্মসূচিতে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।