বুধবার দিন সিউড়ির সার্কিট হাউসে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলার একাধিক বিষয়কে তুলে ধরে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বীরভূম জেলার SRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম জেলার জেলাশাসক বিধান রায় সহ বীরভূম জেলার একাধিক বিধায়করা ও জেলা প্রশাসনের আধিকারিকরা।