ত্রিপুরা বন দপ্তরের উদ্যোগে এবং মনু ফরেস্ট সাব-ডিভিশন, আইজিডিসি - ক্রেফ্ল্যাট প্রজেক্ট-এর ব্যবস্থাপনায় আজ ছৈলেংটা টাউন হলে একটি মৎস্য চাষের উপর দক্ষতা বৃদ্ধি বিষয়ক একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে স্বনির্ভর গোষ্ঠী (SHG), জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি (JFMC), এবং ভিডিপিআইসি (VDPIC) সদস্যদের মৎস্য চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।