১০০ দিনের কাজ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে চালু করা,অতি বর্ষণে কাশীপুর ব্লক এলাকার রাস্তা ও কালভার্ট সংস্কার করা,গৃহহীন পরিবার গুলির বাড়ি নির্মান করা এবং মনিহারা অঞ্চলের অদালী গ্রামের রাস্তা সংস্কার সহ মোট ১২ দফা দাবি নিয়ে কাশীপুর বিডিওকে ডেপুটেশন দেওয়া হয় কাশীপুর ব্লকের CPIM-র উত্তর,পূর্ব, পশ্চিম ও দক্ষিন এরিয়া কমিটির পক্ষ থেকে।সোমবার বিকাল সাড়ে চারটার সময় কাশীপুর CPIM দলীয় কার্যালয় থেকে মিছিল করে কাশীপুর ব্লকে গিয়ে ডেপুটেশন দেয়। কাশীপুর বিডিও সুপ্