আজ গণেশ চতুর্থী, সেই উপলক্ষে নাকাশিপাড়া বেথুয়াডহরীতে ধুমধামে অনুষ্ঠিত হলো গণেশ পূজা। বেথুয়াডহরি রেলওয়ে স্টেশন আশ্বস্ত জুনিয়ার ইস্টবেঙ্গল ময়দানেএই অনুষ্ঠান হয় । বেথুয়াডহরি ছত্রপতি শিবাজী সংঘের উদ্যোগে তৃতীয় বর্ষ এই পুজোর আয়োজন তিন দিনের অনুষ্ঠানের আজ প্রথম দিনএই নিয়ে প্রতিক্রিয়া দিলেন নাকাশিপাড়া বিজেপির বিস্তারক তথা পূজা কমিটির সহ সভাপতি অভ্রনীল বোস।