অল্পের জন্য প্রাণ রক্ষা পেল খুদে শিশুটি। বিষ্ণুপুরের সত্যপীরতলায় দেওয়াল ধ্বসে পড়ে। আজ শিশুটি বারান্দায় খেলা করছিল। সেই সময়ে হুড়মুড়িয়ে একদিকের দেওয়াল ভেঙ্গে পড়ে। কাছেই ছিলেন তার দিদিমা চম্পা মাঝি। আওয়াজ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে নাতনিকে সরিয়ে দেওয়ায় প্রাণ রক্ষা পেল।