Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 26, 2025
খড়দহ থানার অন্তর্গত খড়দহ রবীন্দ্রপল্লী এলাকায় বি টি রোড পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসের চাকায় পৃষ্ট হন খড়দহ ইলেকট্রস্টিল কারখানার শ্রমিক খড়দহ এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সি বাবলু সাউ। পথ দুর্ঘটনার পর বাসের নিচেই সাইকেল নিয়ে আটকে যান বাবলু সাউ তাকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে খড়দহ থানার পুলিশ ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের আমৃত বলে ঘোষণা করেন ঘটনার পর বিক্ষোভ হেঁটে