রাইমাভ্যালী বিধানসভার ওনাসা পাড়ায় তিপ্রা মথা দলের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট নয়জন ভোটার তিপ্রা মথা দলে যোগ দেন। নবাগতদের বরণ করে নেন তিপ্রা মথার স্থানীয় নেতৃত্ব। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। যোগদানকারী নতুন সদস্যরা তিপ্রা মথা দলের আদর্শ ও নীতির প্রতি তাদের আস্থা প্রকাশ করেন এবং দলের হয়ে কাজ করার অঙ্গীকার করেন।