Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 27, 2025
বৃহস্পতিবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার একাধিক শহর ও ব্লকের তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস ও INTTUC এর সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা হয়েছে যেখানে খড়দহ ব্লক INTTUC সভাপতি নির্বাচিত হয়েছেন পিন্টু বিশ্বাস, নবনির্বাচিত INTTUC ব্লক সভাপতি কে পুষ্প স্তবক উত্তরীয় এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হলো খড়দহ রুইয়ায় দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে।