গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বুধবার আয়োজন করা হল করম পুজা। রীতি মেনে ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে এই পুজো হয়। এদিন আদিবাসী কুড়মী সম্প্রদায়ের মানুষজন পুজো পাট করেন।কুমারী মেয়েরা ব্রত রেখে শোভাযাত্রা সহকারে করম ডালা এনে ব্লক প্রশাসনিক ভবনের সামনে স্থাপন করে পুজোয় অংশগ্রহণ করেন। উৎসবের উল্লেখযোগ্য অংশ 'জাওয়া' গান পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র,পূর্ত কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ