এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল বেথুয়াডহরীহাসপাতালে একটিসুলভ শৌচাগার হোক। সেই কথা মাথায় রেখে বেথুয়া ডহরি ২ নম্বর পঞ্চায়েতের উদ্যোগে এবং হাসপাতালের সহায়তায় বেথুয়াডহরি হাসপাতালের ভেতরে একটি সুলভ শৌচাগারের ব্যবস্থা করা হয়। সেই হাসপাতালটি সুলভ শৌচাগার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন এলাকার লোকজন।