আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আমবাসার স্বনামধন্য ক্লাব পল্লীমঙ্গল যুবক সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিবাদ থেকে প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হবে। এদিন প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে প্রায় ৩০০ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে। পাশাপাশি মায়েদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা। সেখানেও অনেক মহিলারা অংশগ্রহণ করে।