Barrackpur 2, North Twenty Four Parganas | Oct 5, 2025
ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ, ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি উত্তর ২৪ পরগনার,টিটাগড় পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংস্থা পেহচান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হলো গঙ্গা সাফাই অভিযান। টিটাগড় ব্রহ্মস্থান থেকে এক পদে যাত্রার আয়োজন করা হয় ।পদযাত্রাটি টিটাগড় পীর ঘাটে পৌঁছালে সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে গঙ্গা নদীকে পরিষ্কার রাখার অঙ্গীকার নেওয়া হয় এরপর গঙ্গার পাড়ে থাকা প্রতিমার কাঠামো, বিচুলি প্লাস্টিক ও কাপড় তুলে