১১ সেপ্টেম্বর থেকে ""নরেন্দ্র কাপ আয়োজক সমিতির "পরিচালনায় বিজেপি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সহযোগিতায় যে বিরাট ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছে তারই শুভ সূচনা শুরু হয়েছে। নাকাশীপাড়া যুগপুর আদর্শ পল্লী মঙ্গল সংঘ ময়দানে এই খেলা প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব তার বক্তব্য রাখলেন। সকল জেলা পদাধিকারী, জেলা সদস্য মন্ডল সভাপতিগন, মোর্চার সভাপতি গন, ও অন্যান্য নেতৃত্বদের শুভসূচনায় উপস্থিত ছিলেন।