Bhangar 1, South Twenty Four Parganas | Sep 9, 2025
দোরগোড়ায় ২৬ বিধানসভা ভোট তার আগে সংগঠন মজবুত করার জন্য বদ্ধপরিকর ভাঙ্গড় তৃণমূল কংগ্রেস।মঙ্গলবার রাত আটটা নাগাদ বোদরা অঞ্চলের সমস্তবুথের বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্যদের নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বোদরা গ্ৰাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাদিকুল দপ্তরী।