Bhangar 2, South Twenty Four Parganas | Aug 28, 2025
চার মাস ন'দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ জেল থেকে মুক্তি পেল ভাঙ্গড়ের ISF নেতা কারিমুল সহ আরো একজন। তাদেরকে আহবান করার জন্য সোনপুরে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় এদিন। ফুলের মালা দিয়ে বরণ করে নেয় কর্মীরা। কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা বলেন ভাঙ্গড় হল আইএসএফের শক্তঘাঁটি এখান থেকে উৎখাত করা এতটাও সহজ নয়।